ব্যাংক লোকসানে লভ্যাংশ ও বোনাস পাবেন না: বাংলাদেশ ব্যাংক গভর্নর


ব্যাংক লোকসানে লভ্যাংশ ও বোনাস পাবেন না: বাংলাদেশ ব্যাংক গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংক যদি লোকসান করে, তাহলে তার মালিকরা লভ্যাংশ পাবেন না এবং কর্মকর্তারা বোনাসের জন্য দাবিদার হবেন না। তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের অবদান নিয়ে আয়োজিত সেমিনারে এ কঠোর বার্তা দেন।

গভর্নর জানান, অর্থ পাচার প্রতিরোধ ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহ ২৯ শতাংশ বেড়েছে, যা অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, অর্থনীতিতে বর্তমানে ডলারের ঘাটতি নেই, তবে টাকার সংকট রয়েছে। রেমিট্যান্স বৃদ্ধি হওয়ায় আমরা এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেকটাই সফল হয়েছি।

এ সময় গভর্নর আরও জানান, দেশের পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে আগামীকাল (রবিবার) সরকারি কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×