বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তে বাংলাদেশ ব্যাংক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:২১ এম, ১৯ আগস্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, আমরা অভিযোগের সত্যতা যাচাই করছি। নিঃসন্দেহে এটি একটি সংবেদনশীল বিষয়, যা আপনাকে স্বীকার করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও কাজ করা একটি সংস্থার প্রধানের এ ধরনের বিতর্কিত ভিডিও প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। তাদের মতে, এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সময় যোগ্যতার পাশাপাশি চারিত্রিক দিকও গুরুত্ব পাওয়া উচিত ছিল।
অভিযোগ প্রসঙ্গে শাহীনুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত। শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট আন্দোলনের মুখে বিএফআইইউর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন। এরপর পদটি দীর্ঘদিন শূন্য থাকায় বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। মৌখিক পরীক্ষায় তিনজনের নাম প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও শাহীনুল ইসলামের নাম সেখানে ছিল না।
তবে চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিএফআইইউর প্রধান হিসেবে নিয়োগ পান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও তৎকালীন উপ-প্রধান শাহীনুল ইসলাম।