ভোজ্যতেলের দাম কমলো ১৯ টাকা, পামওয়েলের মূল্য হ্রাস


ভোজ্যতেলের দাম কমলো ১৯ টাকা, পামওয়েলের মূল্য হ্রাস

১২ আগস্ট ২০২৫ – আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে দেশের বাজারেও পাম অয়েলের দাম লিটারে ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তারা এখন থেকে প্রতি লিটার পাম অয়েল ১৯ টাকা সস্তায় কিনতে পারবেন।

এই নতুন মূল্য গতকাল, মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ঘোষণা করেন। তিনি জানান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় সরবরাহ ও চাহিদার ওপর নিয়মিত নজর রাখে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমার কারণে কমিশন সুপারিশ করে দাম সমন্বয় করার।

অন্যদিকে, সয়াবিন তেলের দাম আগের মতো লিটার প্রতি ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে। বাণিজ্য সচিব বলেন, দেশের ভোজ্য তেল বাজারের ৬০ শতাংশই পাম অয়েল দখল করে রাখে। আন্তর্জাতিক দামের পতনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ১৫ এপ্রিল পাম অয়েল ও সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×