কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিয়োগ রাষ্ট্রপতির মাধ্যমে, বাড়ছে মেয়াদ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:২২ পিএম, ১১ আগস্ট ২০২৫
বাংলাদেশ ব্যাংকের আইনি কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন একটি খসড়া অর্ডিন্যান্সে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতা সরকার থেকে রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি গভর্নরের মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৬ বছরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
সোমবার, বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের পরিবর্তে নতুন করে তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স (অ্যামেন্ডমেন্ট) এর খসড়া। এতে মূলত কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদারে নজর দেওয়া হয়েছে।
বর্তমানে প্রচলিত আইনে সরকার গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের একক ক্ষমতা রাখে। তবে প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গভর্নর নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত হবে, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দেবেন।
নতুন খসড়ায় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গভর্নর নিয়োগে জাতীয় সংসদের সম্মতির বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা। পাশাপাশি গভর্নর ও ডেপুটি গভর্নরের শপথ গ্রহণ প্রক্রিয়া ও তাদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়েও সংশোধনীতে প্রস্তাব রাখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর, যা বাড়িয়ে ৬ বছর করার সুপারিশ এসেছে খসড়ায়। এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করা।
ব্যাংক আইন সংস্কার প্রসঙ্গে সম্প্রতি এক আলোচনায় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি এবং স্বায়ত্তশাসন নিশ্চিতে ব্যাংক আইনে বড় পরিবর্তন আনা হচ্ছে।’
এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, ‘অর্ডিন্যান্সের খসড়া প্রস্তুত হয়েছে। তবে প্রস্তাবিত কোন কোন বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত করা হবে তা অর্ডিন্যান্স জারির পরেই জানা যাবে।’