ডিসেম্বরের মধ্যেই এনসিটিসহ ৩ টার্মিনালে বিদেশি অপারেটর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:০৬ পিএম, ১০ আগস্ট ২০২৫
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ তিনটি টার্মিনাল এ বছরের ডিসেম্বরের মধ্যেই বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া ইতোমধ্যে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অপারেটর নিয়োগ সম্পন্ন করা হবে।
রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান। এর আগে বন্দর এলাকার ৪ নম্বর ফটকে ‘এজেন্ট ডেস্ক’ এবং সিপিআর ফটকে ‘ভেহিকল ও কনটেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেম’ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমাদের ইচ্ছা, চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও বে টার্মিনালকে প্রথম অপারেটরের হাতে তুলে দেওয়া। ৩১ ডিসেম্বরের মধ্যেই আমরা হস্তান্তর সম্পন্ন করব।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র্যাংকিংয়ের শীর্ষে রাখতে হলে সেরা অপারেটর নিয়ে আসতে হবে। বন্দরের নানা সংস্কারকাজ চলছে। দুর্নীতি ও হয়রানি সংক্রান্ত অভিযোগও ধীরে ধীরে কমে আসবে। আমরা চাই ২০৩০ সালের মধ্যে দেশের বন্দরের সক্ষমতা চার থেকে পাঁচগুণ বৃদ্ধি পাক।”
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বড় বন্দরগুলোতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই করা হবে।
বিদেশি অপারেটরদের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরে নিয়োগ পাওয়া আরএসজিটির অভিজ্ঞতা সুখকর ছিল না। তারা কয়েকটি দেশে অপারেট করলেও বাংলাদেশে নানা জটিলতার মুখে পড়েছে। এর কারণ, আমাদের সরকার আগে কখনো আন্তর্জাতিক অপারেটরদের সঙ্গে সরাসরি কাজ করেনি।”
দিনের শুরুতে বন্দর ভবনের বোর্ড কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বন্দরের উন্নয়ন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন বিডা চেয়ারম্যান। পরে তিনি রবির সঙ্গে ফাইভজি সেবা চালুর বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।