রিজার্ভ বেড়ে ৩০.২৫ বিলিয়ন ডলারে পৌঁছালো
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৩৫ পিএম, ১০ আগস্ট ২০২৫
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে নতুন করে দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে।
রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, "দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।"
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ কিছুটা কম—২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী সেই রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
আরও আগে, ২৪ জুলাই পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ ছিল ৩০০০৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪৯৮৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ হিসাব করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়সমূহ বাদ দেওয়া হয়। এই পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ প্রকৃত মজুদের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিফলন।