বিশ্ববাজারে ৮ বছরের সর্বনিম্ন, দেশে চালের দাম বাড়লো ১৬ শতাংশ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৮ পিএম, ১০ আগস্ট ২০২৫
বিশ্ববাজারে চালের দাম গত আট বছরে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদনে জানা গেছে, গত বছরের তুলনায় বিভিন্ন প্রকার চালের দাম গড়ে ১৩ শতাংশ কমেছে।
তবে বিশ্বজুড়ে দাম কমলেও দেশে গত এক বছরের মধ্যে চালের দাম প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফিনানশিয়াল টাইমস জানিয়েছে, রেকর্ড উৎপাদন ও ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে বিশ্বজুড়ে চালের সরবরাহ বেড়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনামেও উৎপাদনের বৃদ্ধি দাম কমার একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে অর্থনীতিবিদদের চোখে।
অন্যদিকে, দেশের বাজারে দাম বৃদ্ধির প্রবণতা বিরাজ করছে। গত জুলাই মাসে চালের প্রতিকেজিতে দাম ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এমনকি চালের প্রচলিত মৌসুমেও বাজারে দাম বাড়ার ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো আমদানি না করায় দেশে কারসাজির সুযোগ সৃষ্টি হয়ে বাজারে চালের দাম বেড়ে যায়।