ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে: গভর্নর


ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে: গভর্নর

আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক কোম্পানি আইনে আসছে ব্যাপক পরিবর্তন।

রবিবার, ১০ আগস্ট রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

ড. মনসুর বলেন, “আগামীতে ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে।”

এ সময় তিনি আর্থিক খাতকে শক্তিশালী ও টেকসই করতে নীতিনির্ধারকদের আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন।

অনুষ্ঠানে সিপিডির পক্ষ থেকেও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। সংস্থাটি জানায়, জাতীয় নির্বাচন আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের যে ঘোষণা এসেছে, তা প্রশংসাযোগ্য।

সিপিডি জানায়, ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন থামানো অন্তর্বর্তী সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য বলেও মন্তব্য করে তারা।

তবে মূল্যস্ফীতির উচ্চ হার এখনো জনগণের জন্য চাপ তৈরি করছে উল্লেখ করে সিপিডি জানায়, এই খাতে স্বস্তি ফেরাতে এখনো কাজ করার সুযোগ রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×