সুদহার কমতে পারে, ইঙ্গিত গভর্নরের


সুদহার কমতে পারে, ইঙ্গিত গভর্নরের

সুদহার হ্রাসের সম্ভাবনার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, বর্তমানের ১০ শতাংশ রেপো রেট অস্থায়ীভাবে বহাল থাকলেও, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে আগামী মাসগুলোতে সুদের হার কমানোর পথ খুলে যেতে পারে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর মনসুর। এ সময় ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক পরামর্শক, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের পরিচালক, মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে আমরা কিছুটা সফল হয়েছি। এখন সেটা সাড়ে ৮ শতাংশের ঘরে। আশা করছি, কয়েক শতাংশ কমে মূল্যস্ফীতি ৩ শতাংশে নেমে আসতে পারে। মূল্যস্ফীতি ৩ শতাংশে না নামানো পর্যন্ত আমি সন্তুষ্ট হবো না।’

তিনি ব্যাখ্যা করেন, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে দুটি পথে এগিয়েছে— সরবরাহ ও চাহিদার দিক। প্রথমে চাহিদা কমাতে সুদহার বাড়ানো হয়েছে, যার ফলে ব্যাংক ঋণ ও তারল্যে চাপ পড়ে। একই সময়ে সরকারও বাজেট কমিয়ে খরচে সংযমী হয়েছে।

সরবরাহ ঘাটতির চ্যালেঞ্জ মোকাবিলার প্রসঙ্গে গভর্নর বলেন, গত বছর ডলারের ঘাটতির মধ্যেও বিদ্যুৎ, সার ও এলএনজি আমদানিতে কোনো বাধা সৃষ্টি হয়নি। ডলার বাজার নিয়ন্ত্রণে প্রথমে ১২২ টাকার রেট নির্ধারণ করা হয়, পরবর্তীতে বাজারে ছেড়ে দেওয়া হয়। ‘অনেকে ভেবেছিল তখন রেট ১৬০ থেকে ১৭০ টাকা হয়ে যাবে। কিন্তু তা হয়নি।’ — বলেন তিনি।

সুদহার কমানোর শর্ত হিসেবে গভর্নর জানান, মূল্যস্ফীতি নীতিগত সুদহারের তুলনায় ৩ শতাংশ কম হলে সুদহার পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে। বর্তমানে রেপো রেট ১০ শতাংশ হওয়ায়, তা কমাতে হলে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে হবে।

তিনি যোগ করেন, ইতোমধ্যেই সুদহারে কিছুটা পতনের আভাস মিলেছে। ট্রেজারি বিল ও বন্ডের সুদ ১২ শতাংশ থেকে নেমে এসেছে ১০ শতাংশে। ওভারনাইট রেটও সাড়ে ৮ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করা হয়েছে, যাতে ব্যাংকগুলো সহজে মুনাফা করতে না পারে। ‘মুনাফা করতে হলে বিনিয়োগ করতে হবে।’ — বলেন গভর্নর।

সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি জানান, মূল্যস্ফীতি দমন ও অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক এখন একটি সুসংহত কৌশলের মাধ্যমে কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×