পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া


পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া

পারটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স কোল লিমিটেডের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থানে গেছে ব্যাংক এশিয়া। ১১৬ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। সম্প্রতি ব্যাংকটির মহাখালী শাখা থেকে এক নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ না করায় পারটেক্স কোলের ঋণ ‘ডিফল্ট’ হিসেবে শ্রেণিকৃত হয়েছে। ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের ঋণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটি বন্ধকি সম্পত্তি বিক্রির আইনি প্রক্রিয়া শুরু করেছে।

নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে ২৫৯.৩৬ শতক জমি এবং ঢাকা ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন কারখানার ভবন। এসব সম্পদের দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩ আগস্ট।

নিলামে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজসহ ছয়জনের নাম উল্লেখ রয়েছে। রুবেল আজিজ একইসঙ্গে সিটি ব্যাংকের একজন পরিচালক এবং পারটেক্স কোল লিমিটেডের অর্ধেক মালিকানার অংশীদার।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় নিয়ম অনুযায়ী নিলাম ডাকতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটি যদি আগেই ঋণ পরিশোধ করে, তাহলে নিলাম স্থগিত করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, যেকোনো ব্যাংকের পরিচালক যদি অন্য ব্যাংকে ঋণ খেলাপি হন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রুবেল আজিজের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে গঠিত পারটেক্স কোল লিমিটেড ২০১৫ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে প্রতিষ্ঠানটি দেশের সাতটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তা সরবরাহ করে আসছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×