হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বহিস্কৃত সচিব শাহিদুল গ্রেফতার


হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বহিস্কৃত সচিব শাহিদুল গ্রেফতার

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির বহিস্কৃত সচিবকে মোহাম্মদ শাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় মতিঝিলস্থ কোম্পানির প্রধান কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১২ মে আদালত বীমা কোম্পানিটির একজন কর্মকর্তার দায়েরকৃত সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেফতার পরোয়ানা জারি করেন। আদালতের সেই নির্দেশ বাস্তবায়নে আজ তাকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার পুলিশ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

হোমল্যান্ডের বর্তমান চেয়ারম্যান জনাব জামাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় গত ২৯-০৪-২০২৫ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড সভার অনুমোদন ছাড়া নিজ খুশি মতো এমডি, ডিএমডি নিয়োগ দিয়ে এবং কোম্পানি থেকে বিভিন্ন সময় বহিষ্কৃত কর্মকর্তাদেরকে নিয়ে তালা ভেঙে অফিস দখল করে নেয়। 

জানা যায়, চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মের কারণে হাইকোর্ট থেকে বোর্ডের উপর স্থগিতের নির্দেশ আসে। যার কারণে তিনি গত ৬ মাস যাবত কোন বোর্ড সভা করতে পারেনি। 

এছাড়াও চেয়ারম্যান জামাল উদ্দিনের বিরুদ্ধে কোম্পানির শেয়ার জালিয়াতির অভিযোগ এবং মামলা বিচারাধীন রয়েছে। উনাদের বিরুদ্ধে গ্রাহকের ১০৪ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন থেকে ১০৪ কোটি টাকা লুটপাটের মামলার আসামি চেয়ারম্যান জামাল উদ্দিন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানিতে কর্মরত একজন বলেন, গ্রেফতারকৃত শহীদুল ইসলাম প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজনকে ম্যানেজ করে গত ২৮ এপ্রিল হোমল্যান্ড লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের হেড অফিস দখল করে অরাজকতা করে আসতেছে। 

বোর্ড সভা ছাড়া চেয়ারম্যান কর্তৃক নিয়োগ পাওয়া ডিএমডি জাকির হোসেন সরকার মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে বেনামে টাকা সংগ্রহ করে অবৈধ ভাবে কোম্পানি দখলের কাজে ব্যয় করতেছেন বলে অভিযোগ আছে। এই জাকির হোসেন সরকারকে ১২ বছর আগে টাকা লুটপাটের অভিযোগ কোম্পানি থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। 

কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ করে যায় জানা যায়, বর্তমানে কোম্পানির এই দুরবস্থার জন্য বহিষ্কৃত সচিব শহিদুল ইসলাম সম্পূর্ণভাবে জড়িত রয়েছেন। 

এ বিষয়ে খিলগাঁও থানার এএসআই বেলাল হোসেন বলেন, শাহিদুল ইসলাম নামে হোমল্যান্ড লাইফের একজন কর্মকর্তাকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে খিলগাঁও থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় মতিঝিল থানার পুলিশও সঙ্গে ছিল।

এএসআই বেলাল হোসেন আরো বলেন, শাহিদুল ইসলামকে আমাদের থানার কোন মামলায় গ্রেফতার করা হয়নি। একটি সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেফতারের নির্দেশ ছিল আদালতের। সেই নির্দেশ বাস্তবায়নে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×