রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সময় নির্ধারণ


রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সময় নির্ধারণ

রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোজার মাসজুড়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। সেই হিসাবে বিরতিহীনভাবে লেনদেন চলবে ৫ ঘণ্টা। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ‘এখন ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অর্থাৎ মোট সাড়ে ৫ ঘণ্টা বিরতিহীনভাবে লেনদেন চলে।’ 

সেই হিসাবে রমজানে লেনদেনের সময় আধা ঘণ্টা কমেছে। ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যাংকে এভাবে লেনদেন হবে।    

একইসঙ্গে রোজায় ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। পবিত্র মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এখন যা তাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ অফিস সূচিও ৩০ মিনিট কমছে। সপ্তাহে ছুটির দিন (শুক্র ও শনিবার) ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংক চলবে।

সার্কুলারে জানানো হয়, রমজানে ব্যাংকে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। এর আগে পবিত্র মাসের জন্য ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, রোজা শেষে এখনকার সময়সূচি অনুযায়ী ব্যাংক অফিস খোলা থাকবে। সেই সঙ্গে লেনদেনও চলবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×