আপাতত আর বাড়ছে না ডলারের দাম: গভর্নর


আপাতত আর বাড়ছে না ডলারের দাম: গভর্নর

ডলারের দামও আপাতত আর বাড়ছে না বলে আত্মবিশ্বাসী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় তিনি এমন কথা জানান।

গভর্নর হয়ে চলতি অর্থ-বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করলেন ড. আহসান এইচ মনসুর। রাজনৈতিক অস্থিরতার কঠিন সময়ে বিনিয়োগ খরা কাটাতে নীতি সুদহার কমানোর দাবি থাকলেও তা ১০ শতাংশই রাখা হয়েছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮ শতাংশই অপরিবর্তিত থাকলো। এমনকি পুরো মুদ্রানীতিতে কর্মসংস্থান সৃষ্টি একেবারেই মনোযোগ পায়নি।

আহসান এইচ মনসুরের মতে, মূল‍্যস্ফীতি কমাতে সম্ভাব্য সব অস্ত্র প্রয়োগ করা হয়েছে, ফল মিলবে, তবে ধৈর্য্য রাখতে হবে।রপ্তানি এবং প্রবাসী আয় দিয়ে চলতি হিসাব এবং আর্থিক হিসাব দুটোই সামাল দেওয়া গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×