এনসিসি ব্যাংকের নেতৃত্বে দিনাজপুরে ‘ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


এনসিসি ব্যাংকের নেতৃত্বে দিনাজপুরে ‘ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের নেতৃত্বে সম্প্রতি দিনাজপুরে ‘ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম কর্মশালা উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এতে বিশেষ অতিথি ছিলেন। 

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল আলম, এনসিসি ব্যাংকের এসভিপি এবং এসএমই ও কৃষি প্রধান শরীফ মোহাম্মদ মহসীন এবং উত্তর অঞ্চলের প্রধান ওমর শরীফ অতিথি ছিলেন।
 
এছাড়া, এনসিসি ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থপক মো. কামাল হোসেনসহ অন্যান্য তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এনসিসি ব্যাংকের নেতৃত্বে দিনাজপুর জেলার ৪২টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০৪ জন কর্মকর্তাসহ প্রায় ৯০ জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্মশালায় মো. রফিকুল ইসলাম ক্লাস্টার ভিত্তিক অর্থায়নের উপর গুরুত্বারোপ করেন এবং ব্যাংকংগুলো অঞ্চলভিত্তিক এই ধরনের অর্থায়নে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

মো. জাকির আনাম ক্লাস্টার ভিত্তিক অর্থায়নের বিভিন্ন সুবিধাজনক দিকগুলো তুলে ধরেন এবং এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এই ধরনের অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×