সাবিককে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল

  • প্রকাশঃ ০৪:১৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

সাবিককে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল
সাকিব আল হাসান ও সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশের শেয়ারবাজার কারসাজির অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও দুই বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য বলেন। 

অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ জানান, চুরি-দুর্নীতি বহু দেশেই ঘটে। কিন্তু, বাংলাদেশের মত দুর্নীতি সচরাচর দেখা যায় না। 

তিনি বলেন, ‘কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না এবং চাঁদাবাজির হাত পরিবর্তন হলেও তা বন্ধ হয়নি।’ 

তিনি সাকিব আল হাসানের পুঁজিবাজারে কারসাজির বিষয়টি উল্লেখ করে বলেন, ‘সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

প্রসঙ্গত, ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্তে সাকিব আল হাসানের নাম শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×