সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

মানি লন্ডারিংয়ের অভিযোগের জেরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং ভাই আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে এই আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে একটি নয় সদস্যের যৌথ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

অনুসন্ধান প্রক্রিয়ায় পাওয়া তথ্যে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা এবং তাদের সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান তাদের স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছে। এতে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে এসব সম্পদ অবিলম্বে ক্রোক করা জরুরি বলে মনে করে দুদক।

এর আগেও চলতি বছরের ৫ মার্চ একই আদালত সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×