অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিল, ২ ছাত্রলীগ নেতা কারাগারে


অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিল, ২ ছাত্রলীগ নেতা কারাগারে

মহান স্বাধীনতা দিবসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো নেতারা হলেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আবু সামা এবং পিরোজপুরের তেলিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম।

রোববার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করলেও মামলার মূল নথি না থাকায় শুনানি হয়নি। পরে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ ভোর ৫টা ২৫ মিনিটে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় প্রায় ৫০-৬০ জনের একটি দল মিছিল করে। অভিযোগে বলা হয়, তারা স্বাধীনতা দিবসকে কলুষিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্বে আঘাত, জননিরাপত্তা বিঘ্নিত এবং বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে সরকারবিরোধী স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে যায়। পরে ওই দিনই পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×