‎সরকারবিরোধী স্লোগানসহ মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা কারাগারে


‎সরকারবিরোধী স্লোগানসহ মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা কারাগারে
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল ও বিশৃঙ্খলার চেষ্টা করায় ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই নেতা হলেন: বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আবু সামা (৩৪) এবং ভেলিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি দাবি করেন, “তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত মামলা।”

মামলার এজাহারে বলা হয়, মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করতে রাজধানীর গোলাপ শাহ মাজারের সামনে ছাত্রলীগের নেতারা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন।

এসময় পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ডিবির একাধিক দল অভিযান চালিয়ে আবু সামা ও জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, মিছিলকারীরা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি সৃষ্টির চেষ্টা করছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে সংঘবদ্ধভাবে কাজ করছিল।

এজাহারে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতারা একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সহযোগী হিসেবে চিহ্নিত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×