জাবির সাবেক সহকারী প্রক্টর জনি কারাগারে


জাবির সাবেক সহকারী প্রক্টর জনি কারাগারে

ছাত্রদল নেতা আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জনি একই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ রিমান্ড ও জামিনের আবেদন উভয়ই খারিজ করে এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে গ্রেপ্তারের পর শনিবার জনিকে আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মেহেদী হাসান শুনানিতে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তন্ময় ভৌমিক রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। তিনি যুক্তি দেখান, জনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত নন। দীর্ঘদিন আগে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডের প্রয়োজন নেই।

তবে শুনানি শেষে আদালত উভয় আবেদন নামঞ্জুর করে জনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় সাভারের মুক্তির মোড় এলাকায় আন্দোলনে অংশ নেন ছাত্রদল নেতা আরিফুর রহমান রাসেল। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের ভাই সাইদুর রহমান ১৬ সেপ্টেম্বর সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×