আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের আদেশ আজ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:১৩ এম, ২১ আগস্ট ২০২৫

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি-না, সে বিষয়ে আদেশ দেওয়া হবে আজ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।
এর আগে গত ১৩ আগস্ট শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেন। ওই দিন আসামিপক্ষের শুনানি শেষ হয়। প্রসিকিউশন পক্ষ ৭ আগস্ট তাদের শুনানি সম্পন্ন করে। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এমএইচ তামিম।
মামলার মোট ১৬ আসামির মধ্যে আটজন পলাতক রয়েছেন। বাকিদের আদালতে হাজির করা হয়। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম। তাদের অনুপস্থিতিতে বিচারকাজ পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তার ও ট্রাইব্যুনালে হাজিরের জন্য এরই মধ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। গত ১৬ জুলাই এ বিষয়ে আদেশ দেওয়া হয়।
২ জুলাই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয় ৩১৩ পৃষ্ঠার প্রতিবেদন, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।
২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে করে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি। পেট্রোল ঢেলে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
এ নৃশংস ঘটনার দুই মাস পর, ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন একজন ভুক্তভোগীর স্বজন।
আজকের আদেশে জানা যাবে, ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না।