নতুন মামলায় পলক-আতিক গ্রেপ্তার


নতুন মামলায় পলক-আতিক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত উত্তরা পূর্ব থানার ইসতিয়াক মাহমুদ হত্যা চেষ্টা মামলায় সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং মোহাম্মদপুর থানার ট্রাক ড্রাইভার মো. হোসেন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এ নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামিদের হাজির করে গ্রেপ্তার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আতিকের মামলার তথ্য অনুযায়ী, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইসতিয়াক মাহমুদ ও অন্যান্যরা উত্তরা পূর্ব থানার চার নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় গুলি বর্ষণ হয়। ইসতিয়াকের পেটে গুলি লাগে এবং তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে ২৯ অক্টোবর মামলা দায়ের করা হয়।

পলকের মামলার বিবরণে বলা হয়, গত বছরের ১৯ জুলাই মালবাহী ট্রাক চালক মো. হোসেন গাবতলীতে পার্কিং রেখে ভাড়া বাসায় যাচ্ছিলেন। দুপুর আড়াইটায় চাঁদ উদ্যানের হোসেন মার্কেট এলাকায় গুলিবর্ষণ হলে বুকের বাম পাশে গুলি লাগে। পরদিন রাত তিনটায় তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। ৩১ আগস্ট নিহতের মা মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×