প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ


প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার প্রধান বিচারপতির কার্যালয়ে এই সাক্ষাৎ সম্পন্ন হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দেশের বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানিয়ে সারাহ কুক উল্লেখ করেন, “গত এক বছরে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যে প্রচেষ্টা চালানো হয়েছে তা প্রশংসনীয়।”

তিনি বিশেষভাবে প্রধান বিচারপতির উদ্যোগগুলোর মধ্যে উল্লেখ করেছেন—

  • একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার রোডম্যাপ ঘোষণা
  • বিচার সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে ১২ দফা নির্দেশনা প্রদান
  • মামলার বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু
  • উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন
  • বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু
  • অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম

সারাহ কুক আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দেশের সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও আশ্বাস দেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সমন্বয় রেখে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে সর্বাত্মক সহযোগিতা করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×