খেলাপি ঋণ: বিএনপির আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০২৫

খেলাপি ঋণের মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সোমবার স্ট্যান্ডার্ড ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারক মো. হেলাল উদ্দীন এই নির্দেশ দেন। মঙ্গলবার আদালতের এই আদেশের তথ্য প্রকাশিত হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ জানিয়েছেন, পাহাড়তলী শাখা থেকে নেওয়া ১৫০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় সুদসহ এর পরিমাণ বেড়ে ২৬০ কোটি ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। ব্যাংক জানিয়েছে, ঋণের বিপরীতে বন্ধকী থাকা সম্পত্তি নিলামে বিক্রি করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছে। এই অবস্থায় ব্যাংক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে।
প্রসঙ্গত, আসলাম চৌধুরী ২০১৬ সালে সরকারের উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন। ২০১৬ সালের ১৫ মে ঢাকার ক্ষিলখেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যখন তার একটি ছবি ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে প্রকাশিত হয়। একই বছরের ২৬ মে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলাও দায়ের করা হয়। মামলায় অভিযোগ আনা হয়েছিল, আসলাম মোসাদের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
গত বছর ২০ আগস্ট প্রায় আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী।
রাজনৈতিক মামলার পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন সময় দুদক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ৬৮টি মামলা দায়ের হয়েছে।