সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৪ জন রিমান্ডে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:২৫ পিএম, ১৯ আগস্ট ২০২৫

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের ‘৩২ ডিগ্রি’ সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) কে ছুরিকাঘাত করে হত্যা মামলায় চারজন আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ প্রত্যেক আসামির জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করলে আদালত শুনানি শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা আসামিরা হলেন—মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিম (২৭)।
ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে। রাব্বি ‘৩২ ডিগ্রি’ নামের সিসা বারের সিঁড়ি দিয়ে নামার সময় একাধিক ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় তিনজন তাকে ঘিরে ধরে। এ সময় একজন তাকে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি লিফটের কাছে গেলে একজন দুই দফা কিছু নিয়ে তার দিকে ছুড়ে মারেন। সর্বশেষ আরেকজন রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করেন এবং সিঁড়ি দিয়ে নেমে যান।
মামলার বাদী রাব্বির বাবা রবিউল আউয়াল। তিনি হত্যাকাণ্ডের পর শুক্রবার বনানী থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, নিহত রাব্বি এবং হত্যাকারীরা পূর্বপরিচিত ছিলেন এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন।