৫ দিনের রিমান্ডে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন


৫ দিনের রিমান্ডে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ীতে ‘জুলাই আন্দোলন’-এর সময় সংঘটিত আসাদুল হক বাবু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হলো।

সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের দিন, রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে আসাদুল হক বাবু যাত্রাবাড়ী থানার পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন। ওইদিন দুপুর আড়াইটার দিকে অভিযুক্তদের গুলিতে বাবুর বুকে ও ডান পাশে গুলি লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় এক মাস পর, গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় বাবুর বাবা জয়নাল আবেদীন একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।

এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে তালিকাভুক্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×