যুবদল নেতাকে মারধর স্বেচ্ছাসেবক লীগ নেতার


যুবদল নেতাকে মারধর স্বেচ্ছাসেবক লীগ নেতার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় যুবদল নেতা সোহেল শিকদার ও তাঁর অনুসারী ইমন বখতিয়ার আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত সোহেল শিকদার পিঞ্জুরী ইউনিয়ন যুবদলের সহসভাপতি। তাঁর সঙ্গে হামলায় আহত ইমন বখতিয়ার সোহেল শিকদারের অনুসারী। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদার। তিনি গোপালপুর গ্রামের মুজাফফর শিকদারের ছেলে এবং পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় পলাশ শিকদার ও যুবলীগ নেতা নাজমুল খান সহযোগীদের নিয়ে সোহেল শিকদারের ওপর হামলা চালান। চেষ্টা করলে স্থানীয় ছাত্রদল নেতা ইমন বখতিয়ারও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোহেল শিকদার অভিযোগ করে বলেন, “যুবদল করার অপরাধে স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদার ও তাঁর সহযোগী যুবলীগ নেতা নাজমুল খান লোকজন নিয়ে আমাদের মারধর করেছেন।”

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা নাজমুল খান বলেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ বলেন, “আমরা শিষ্টাচার মেনে রাজনীতি করতে চাই। প্রতিহিংসার রাজনীতি চাই না। কেউ যদি উস্কানিমূলকভাবে বিরোধ সৃষ্টি করে, আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।”

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেননি। অভিযোগ আসলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×