সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:২২ পিএম, ১৮ আগস্ট ২০২৫

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০১৬ সালে গাজীপুরে জঙ্গি ‘নাটক’ সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এ পরোয়ানা জারি করা হয়। সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৮ অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকার একটি দোতলা ভবনে অভিযান চালায়। ওই অভিযানে সাত জন নিহত হন।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, নিহত সাত যুবককে বিভিন্ন স্থান থেকে ধরে এনে ঐ ভবনে আটকে রেখে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিল। তিনি একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, “ওই সাত যুবকের কারো কোনো জঙ্গি সম্পৃক্ততা ছিলো না বলে তদন্তে উঠে এসেছে।”
গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্ভুক্ত বাকি চারজনের মধ্যে রয়েছেন তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে নেতৃত্বদানকারীরা।
এদিকে, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর বিরুদ্ধে আরেকটি অভিযোগও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থকে কেন্দ্র করে তিনি ও আরও ১২৩ জন টাকা ও ফ্ল্যাট নিয়েছিলেন—এমন তথ্যের ভিত্তিতে দুদক গোয়েন্দা নজরদারি শুরু করেছে।