কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে


কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে দায়ের হওয়া ২০১৭ সালের পল্টন থানার নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলাটিতে ২০২৩ সালে দণ্ডবিধির দুই ধারায় বাবুলের সাড়ে তিন বছরের সাজা হয়। আজ (সোমবার) সকালে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, এই আদেশের বিরুদ্ধে তারা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন। সেখানে ন্যায়বিচার পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রায়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্য ধারায় তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশানে ফেরার পথে পল্টন এলাকায় নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দেয়। এ সময় তারা ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। ওই ঘটনার পর পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে একই থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×