মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৫৩ পিএম, ১৮ আগস্ট ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া আসাদুল হক বাবু হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান এ আবেদন দাখিল করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এদিনই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আসাদুল হক বাবু যাত্রাবাড়ীর পাকা সড়কে অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে অভিযুক্তদের ছোড়া গুলিতে তাঁর বুকে ও ডান পাশে আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তাঁর ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।