ধানমন্ডিতে শোক জানাতে আসা রিকশাচালককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার: আসকের তীব্র নিন্দা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪০ পিএম, ১৭ আগস্ট ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি-৩২ নম্বরে শোক জানাতে গিয়েছিলেন মো. আজিজুর রহমান নামের একজন রিকশাচালক। তবে অন্যান্য নাগরিকদের মতোই তিনি মব সন্ত্রাসের শিকার হন। এরপর পুলিশ তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। রোববার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের পাঠানো এক সংবাদ বিবৃতিতে বলা হয়, ১৫ আগস্ট ২০২৫ শোক জানাতে আসা সাধারণ নাগরিক মো. আজিজুর রহমানকেও মব সন্ত্রাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে ধানমন্ডি থানায় পূর্বে দায়েরকৃত জুলাই ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় ‘সন্দিগ্ধ আসামি’ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে আসক উল্লেখ করেছে, জুলাই আন্দোলনের মামলাগুলোতে অনেক নিরীহ নাগরিক হয়রানির শিকার হচ্ছেন। শোক জানাতে আসা একজন সাধারণ নাগরিককেও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যা সরকারের নিজস্ব নীতি ও নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল।
আসক আরও জানিয়েছে, শোক প্রকাশ, প্রতিবাদ, সমর্থন বা মৌনতা এগুলো নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকারকে দমন করা মানে সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা কেড়ে নেওয়া রাষ্ট্রের উদ্দেশ্যপ্রণোদিত দমনপীড়নের উদাহরণ, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।