ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক আজিজুর রহমান জামিনে মুক্ত


ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক আজিজুর রহমান জামিনে মুক্ত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলার অভাব থাকায় কারাগারে থাকা আর বাধা হয়ে দাঁড়ায়নি।

রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন।

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে সাধারণ মানুষের হাতে গণপিটুনির শিকার হন আজিজুর। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট মো. আরিফুল ইসলামের ওপর হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ধানমন্ডি থানায় মামলা দায়েরের পর শনিবার পুলিশের আবেদন অনুসারে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকালে আজিজুর গণমাধ্যমকে জানান, “আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। আমি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমার হালাল টাকা দিয়ে কেনা ফুলই আমি নিয়ে এসেছি।”

আদালতে পুলিশ জানান, হত্যাচেষ্টার মামলার সময় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন হিসেবে আজিজুরের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে আদালতকে বলা হয়েছিল।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ আগস্ট রাজধানীর নিউমার্কেট থেকে সাইন্সল্যাব এলাকায় যাওয়ার পথে ভুক্তভোগী মো. আরিফুল ইসলামের ওপর আসামিরা গুলি, পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। গুলির আঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ঘটনায় ২০২৪ সালের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন আরিফুল।

আজিজুর রহমানের জামিন মঞ্জুর হওয়ায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, তবে মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×