দুই মাস পিছিয়ে গেল খায়রুল হকের জামিন শুনানি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৩৪ পিএম, ১৭ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের পরবর্তী শুনানি অক্টোবর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ আগস্ট) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ খায়রুল হকের আইনজীবীর আবেদন বিবেচনা করে এ সময় নির্ধারণ করেন। আদালতে খায়রুল হকের পক্ষে একজন জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন, তবে কোনো সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ আগস্ট একই মামলায় হাইকোর্টে শুনানি চলাকালীন রাষ্ট্রপক্ষ ও খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিচারপতিরা বারবার উভয়পক্ষকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করার পর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
সেদিন বিকেলে খায়রুল হকের পক্ষে আওয়ামীপন্থি সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ আদালতে বলেন, অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় নিতে বলেছেন। এ কথা শুনে খায়রুল হকের আইনজীবী মোহসিন রশিদ প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খায়রুল হকের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশছাড়া করা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আজ খায়রুল হকের মতো গণতন্ত্র ধ্বংসকারীর জামিন চাইতে এসেছেন।”
এজলাসে উভয়পক্ষের উত্তেজনা কমাতে আদালত অবশেষে শুনানির পরবর্তী তারিখ ১৭ আগস্ট ধার্য করেন।
উল্লেখ্য, খায়রুল হকের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়েছিল জামিন ও মামলা বাতিলের জন্য।