ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক কারাগারে


ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এ নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে জেলহাজতে রাখার আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

এর একদিন আগে, শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে।

পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আজিজুর রহমান বলেন, “আমি কোনও দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম।” তিনি আরও জানান, “আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।”

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার আসামি মো. আরিফুল ইসলামের ওপর হত্যাচেষ্টার ঘটনায় আজিজুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আবেদনে আরও বলা হয়, “আসামি ধানমন্ডি-৩২ এ সাধারণ জনগণের দ্বারা ধরা পড়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাতপ্রাপ্ত হয়। তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।”

অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে রাজধানীর নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবমুখী মিছিলে যোগ দেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। দুপুর আড়াইটার দিকে আসামিরা ওই মিছিলে গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে আরিফুল মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা দুই মাস চিকিৎসা শেষে সুস্থ হন।

ঘটনার প্রায় আট মাস পর, চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×