বনানীর সিসা বারে হত্যা: দুইজন রিমান্ডে


বনানীর সিসা বারে হত্যা: দুইজন রিমান্ডে

ঢাকার বনানীর একটি ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্ত আব্দুল মালেক মুন্নার তিন দিন এবং মাকসুদুর রহমান হামজার এক দিনের রিমান্ড অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী মো. ওসমান গণি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলে বাদীপক্ষের আইনজীবী রেজাউল হক এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

বনানী থানার আদালত প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার র‍্যাব কুমিল্লার বরুড়া থেকে আসামিদের গ্রেফতার করে। বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিঁড়ি দিয়ে নামার সময় তিনজন রাব্বিকে ঘিরে ফেলে এবং এ সময়ই ছুরিকাঘাত করা হয়। একজনকে তাকে কোনো বস্তু দিয়ে আঘাত করতেও দেখা যায়। রাব্বি পেছনে সরে গিয়ে লিফটের সামনে এলে আরেকজন দুই দফা কিছু ছুড়ে মারেন এবং শেষে একজন এসে তার ডান কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে চলে যায়।

রাহাতের বাবা রবিউল আউয়াল শুক্রবার বনানী থানায় মামলা দায়ের করেন। একই দিন মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭) কে কারাগারে পাঠানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×