৭ দিনের মধ্যে পাথর আগের স্থানে ফেরানোর নির্দেশ হাইকোর্টের
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২৫ পিএম, ১৪ আগস্ট ২০২৫

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব সাদা পাথর আগামী সাত দিনের মধ্যে আগের অবস্থানে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত ব্যক্তিদের তালিকাও চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) হাইকোর্ট এই আদেশ দেয়।
এর আগে সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। বিষয়টি নিয়ে আগামী রোববার (১৭ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে ঘটনাটির তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্রসচিব, পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের ডিসি, কোম্পানীগঞ্জের ইউএনওসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে।
ভোলাগঞ্জের সাদা পাথর লুটের খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ নিয়ে প্রশাসন তৎপরতা শুরু করে। গত বুধবার (১৩ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
স্থানীয়রা জানান, পূর্বে রাতের বেলায় সীমিত চুরির ঘটনা ঘটলেও বর্তমানে দিনে-দুপুরে কোটি টাকার সাদা পাথর লুট হচ্ছে। প্রশাসনের সামনেই এই লুটপাট ঘটলেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। এলাকাবাসীর দাবি, প্রশাসনের মদদ ও ব্যর্থতার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে।
তারা বলেন, “গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই পাথর লুটপাট শুরু হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা কমলেও এখনো সুযোগ পেলে লুটপাট অব্যাহত থাকে।”
ধলাই নদীতে প্রশাসনের মাঝে মাঝে অভিযান হলেও তা লুটপাট বন্ধে কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা। এলাকাবাসীর দাবি, যেখানে পাথর কেনাবেচা এবং পরিবহন হয়, সেইসব এলাকায় অভিযান না হওয়ায় লুটপাট বন্ধ হচ্ছে না।