রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে ৭ অ্যামিক্যাস কিউরি নিয়োগ


রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে ৭ অ্যামিক্যাস কিউরি নিয়োগ

রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করানোর ক্ষেত্রে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের দায়িত্ব দেওয়ার পঞ্চদশ সংশোধনী বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রায় আসার অপেক্ষায় দেশের আইনজীবী মহল। এই প্রেক্ষিতে হাইকোর্ট ৭ জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়ে তাদের মতামত জানতে চেয়েছে। আগামী ২৬ অক্টোবর এই রুলের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা প্রদান করেন।

নিযুক্ত অ্যামিকাস কিউরির তালিকায় রয়েছেন প্রবীণ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।

এ মামলা শুরু হয় গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর পক্ষ থেকে ২০২৫ সালের ১০ মার্চ একটি রিট দায়েরের মাধ্যমে। রিটে মূলত ৭২ সালের সংবিধানের বিধান পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছিল, যাতে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করানোর নিয়ম চালু থাকে। মামলার প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ১১ মার্চ রুল জারি করেন।

রুলে বিশেষভাবে প্রশ্ন করা হয়েছে, কেন পঞ্চদশ সংশোধনীর স্পিকারের শপথ গ্রহণের বিধান ৭২ সালের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করা হবে না এবং কেন সংশোধনীর ওই অংশ বাতিল করা হবে না। এই প্রসঙ্গে আইন সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×