পাঁচ মামলায় বিএসবির খায়রুল বাশার ১৩ দিনের রিমান্ডে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:২২ পিএম, ১৩ আগস্ট ২০২৫

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচটি পৃথক মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই রিমান্ড আদেশ দেন।
আদালতে উপস্থিত হয়ে পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা মোট ৪৪ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিচারক শুনানি শেষে ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে শামসুদ্দোহা সুমন বলেন, “আসামির বিরুদ্ধে বিদেশে শিক্ষার কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় রিমান্ড আবেদন করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে ভুক্তভোগীদের উপর হামলারও অভিযোগ আছে। প্রতারণার টাকা কীভাবে ব্যবহার হয়েছে এবং কারা জড়িত তা উদঘাটনের জন্য ৪৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।”
খায়রুল বাশার বাহারকে এর আগে ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থানাধীন একটি ভবনের নিচতলা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ৬ আগস্ট এক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। আজ পুনরায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।