পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিল আদালত


পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিল আদালত

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে যে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে আদালত। মামলার বাদী দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মামলা প্রত্যাহার করে নেওয়ায় এই সিদ্ধান্ত দেয় আদালত।

গত মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতের বিচারক রোবায়েত ফেরদৌস বাদীর আবেদনের পর মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। পরদিন বুধবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন জি এম কাদেরের আইনজীবী মনোয়ার হোসাইন আলম।

মামলা প্রত্যাহারের আবেদনটি জমা দেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, গত ২ আগস্ট।

এর আগে, ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু ও দলের আরও ৯ সাবেক শীর্ষ নেতার আবেদনের ভিত্তিতে জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্র পরিপন্থীভাবে জি এম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেন। পরবর্তীতে, ২৮ ডিসেম্বর জিএম কাদের দলের সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে অবৈধভাবে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন।

মামলায় আরও বলা হয়, সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন দলের প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং দলীয় ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়।

এই প্রেক্ষাপটে, গত ১০ জুলাই মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন নেতাকর্মী আদালতে একটি মামলা দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×