ছাত্র হত্যার নতুন মামলায় ইনু-মেনন-পলক গ্রেপ্তার


ছাত্র হত্যার নতুন মামলায় ইনু-মেনন-পলক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কদমতলীতে শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। এদিন কেরানীগঞ্জে বিশেষ কারাগারে বন্দি থাকা তিনজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসাইন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। পরে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই ‘জুলাই আন্দোলন’-এর সময় রাজধানীর তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ কদমতলী এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিকেল ৪টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারাত্মক আহত হন—গুলিটি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়।

এ ঘটনায় নিহতের পরিবার ২০২৪ সালের ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারে রাশেদ খান মেননকে ৭, ইনুকে ৮ এবং পলককে ৯ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ১৪ আগস্ট রাতে পলককে, ২২ আগস্ট রাশেদ খান মেননকে এবং ২৬ আগস্ট ইনুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন সময় রিমান্ডে নেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×