মতিঝিল থানায় মব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৩ জন কারাগারে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৩৪ পিএম, ৩১ জুলাই ২০২৫

রাজধানীর মতিঝিল থানায় হামলা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক আবু সালেহ শাহীন, আদালতে আসামিদের কারাগারে রাখার আবেদন করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মহসীন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান খান (২২)।
মামলার তথ্য অনুযায়ী, ৩০ জুলাই রাতে ওই তিনজনসহ আরও কয়েকজন বেআইনিভাবে একত্রিত হয়ে মতিঝিল থানায় জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাধা দিলে, তাকে ধাক্কা দিয়ে সরে যেতে বাধ্য করে তারা থানার ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা তদন্ত কর্মকর্তার কক্ষে প্রবেশ করে ওসিকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোন সাহসে বাংলার বানী অফিসে পুলিশ পাঠালেন। তারা টেবিলে আঘাত করে জবাবদিহির দাবি তোলেন। এতে থানায় উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলে, তিনজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার আওতায় ৩০ থেকে ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, আসামিরা অতীতে গুলশানে একটি বাড়ি দখলের চেষ্টায় জড়িত ছিলেন, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পুলিশ ধারণা করছে, সেই ঘটনার প্রতিক্রিয়াতেই তারা মতিঝিল থানায় হামলা চালায়।
জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেও, তাদের সহযোগীদের পরিচয় গোপন রাখছে বলে দাবি করেছে পুলিশ। তদন্ত চলাকালীন জামিন দিলে তারা পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলেও জানানো হয়েছে।