জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:১৯ পিএম, ৩১ জুলাই ২০২৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের আপাতত দলীয় কার্যক্রম চালাতে পারবেন না—এমন একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
দলটির সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ ১০ সাবেক নেতার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল বারী জানান, ২৭ জুলাই আদালতে একটি আবেদন করা হয়, যাতে জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে দলের সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়া থেকে সাময়িক বিরত রাখার আহ্বান জানানো হয়। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন।
পরবর্তীতে ৩০ জুলাই আদালত আগামী ৩ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন।