গোপালগঞ্জের পুলিশদের নিয়ে প্রতিরাতে নিজ বাসায় বৈঠক করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী


গোপালগঞ্জের পুলিশদের নিয়ে প্রতিরাতে নিজ বাসায় বৈঠক করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক মানবতাবিরোধী অপরাধ মামলায় দেওয়া জবানবন্দিতে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের রাজনৈতিক ব্যবহারের চিত্র তুলে ধরেছেন। তার বয়ানে উঠে এসেছে ২০১৮ সালের আলোচিত ‘রাতের ভোট’ এবং তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ।

মামুন দাবি করেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাব দেন, দলীয় কর্মী ও প্রশাসনের সহায়তায় আগেভাগেই ব্যালট বাক্স ভরে রাখার ব্যবস্থা করা হোক। মামুনের এ জবানবন্দির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওই নির্বাচনের প্রক্রিয়াগত অনিয়ম আইনি নথিতে অন্তর্ভুক্ত হলো।

জবানবন্দিতে মামুন বলেন, ২০১৪ সালের পর থেকে পুলিশে রাজনৈতিক মেরুকরণ শুরু হয়। গোপালগঞ্জকেন্দ্রিক বলয় গড়ে উঠে, যার প্রভাব পড়ে পুলিশের নিয়োগ, পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে। অনেক পুলিশ কর্মকর্তা আইন ও নীতিমালার তোয়াক্কা না করে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ছিলেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে পুলিশে স্বজনপ্রীতি, কোটা প্রথা ও অনিয়ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে বাহিনীর ভিতরে দ্বন্দ্ব ও বিভাজন তৈরি হয়, বিশেষ করে গোপালগঞ্জের কর্মকর্তাদের মধ্যেই ছিল ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ নিয়ে টানাপড়েন।

২০১৮ সালের পর রাজনৈতিক হস্তক্ষেপ আরও বেড়ে যায় বলে জানান মামুন। অনেক প্রভাবশালী কর্মকর্তা তখন তাদের সিনিয়রদের নির্দেশনা অমান্য করেও নিজেদের মতো করে চলেছেন, যা বাহিনীতে একটি ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত ছিল। এসব পরিস্থিতি সামাল দিতে এবং ভেতরের বিরোধ মেটাতে তাকে দু’দফায় মোট ২২ মাস আইজিপির দায়িত্বে রাখা হয়।

মামুনের বক্তব্যে উঠে এসেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কীভাবে একটি সুশৃঙ্খল পেশাদার বাহিনীর নৈতিকতা ও কাঠামো ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও জনগণের বন্ধু হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই মানবাধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন।

এ জবানবন্দি রাজনৈতিক মেরুকরণ, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রকৃত বাস্তবতা এবার সরাসরি একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে, যা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক চর্চার ওপর গভীর আলো ফেলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×