ছাত্র হত্যায় সাবেক এমপি সোলায়মান সেলিম ২ দিনের রিমান্ডে


ছাত্র হত্যায় সাবেক এমপি সোলায়মান সেলিম ২ দিনের রিমান্ডে

জুলাই গণআন্দোলনের সময় শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা ওই মামলায় বুধবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন।

এর আগে সকালে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করা হয়। পরে সকাল ১১টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতকড়া এবং হেলমেট পরিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি বলেন, "তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং সবগুলোতেই ব্যক্তিগত তথ্য যাচাই হয়েছে। এমন পরিস্থিতিতে রিমান্ডের প্রয়োজনীয়তা নেই। তাছাড়া থানা পুলিশ রিমান্ড চাইলেও তাকে নিয়ে যায় ডিবি—এটা প্রশ্নবিদ্ধ। মাননীয় আদালত, বিষয়টি অনুগ্রহ করে দেখবেন।"

জবাবে ডিএমপি প্রসিকিউশনের আইনজীবী আসাদ বলেন, "এটি একটি হত্যাকাণ্ডের মামলা। এখনও হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার হয়নি এবং কারা এতে জড়িত তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তাই তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড প্রয়োজন। তদন্ত করছে সিআইডি, জিজ্ঞাসাবাদও করবে তারাই।"

সকল দিক বিবেচনা করে আদালত শেষ পর্যন্ত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই ‘জুলাই আন্দোলনের’ সময় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনকারীরা মিছিল করছিলেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাম চোখে গুলিবিদ্ধ হন।

গুরুতর অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার এক মাস পর, ২২ আগস্ট সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিম ১০ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×