ময়মনসিংহ মেডিকেলে ২০ দালাল আটক
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ২০ জনকে আটক করেছে র্যাব। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দ্রুত রায় প্রদান করে, সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড ঘোষণা করেছে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষাণ বুধবার সকালে শুরু হওয়া অভিযানের পর আটককৃতদের সাজা দেন।
অভিযানটি সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগের বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়। র্যাব-১৪ কার্যালয়ের উপঅধিনায়ক শাহ রাশেদ রাহাত জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে অর্থান্তরিত করে আসছিল। এতে রোগীরা প্রতারিত হচ্ছিলেন এবং অনেকেই বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।
র্যাব জানায়, আটককৃতদের মধ্যে অনেকে আগেও একাধিকবার সাজা ভোগ করেছিলেন, কিন্তু পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছিলেন। র্যাব জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে রোগীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করা যায়।