ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা


ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সাভার মডেল থানায় এ মামলাগুলো করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

থানা সূত্রে জানা গেছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় হামলা, মারধর, হোস্টেলের সম্পদ ভাঙচুর, শিক্ষার্থীদের আটকে রেখে অস্ত্রের মুখে জোরপূর্বক বক্তব্য আদায়সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে দুষ্কৃতি, রাহাজানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে ফাহাদ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে অজ্ঞাত ১ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ওসি জুয়েল মিঞা বলেন, “দুইটি মামলা রেকর্ড করা হয়েছে। একটিতে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে, অন্য মামলায় আড়াইশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয়—থুথু ফেলার ঘটনা—নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ড্যাফোডিলের কিছু শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও কয়েকটি বাসে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×