টেকনাফের ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৩৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার থেকে সাত জেলেকে আটক করার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এ ঘটনা ঘটিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের কে কে পাড়ার জেলে ইমাম হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তাদের ট্রলারগুলোকে আক্রমণ করে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।
ইমাম হোসেন বলেন, "টেকনাফের কে কে পাড়া ঘাট থেকে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার সন্ধ্যার পরে জাহাজগুলো আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা মাছ ও ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায়।"
টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "টেকনাফ কে কে পাড়ার শাওন মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফিরছিল। পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে ৭ জেলে আটক হয়েছেন। ট্রলার ও মাছসহ তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।"
ঘটনার পর মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কে জেলেদের ছবি এবং বিস্তারিত তথ্য সহ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি জলসীমা অতিক্রমের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় ট্রলারটি আটক করেছে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং প্রায় ২৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, "একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।"