ছয় ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী


ছয় ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী একটি বাংলাদেশ বিমানের ফ্লাইট বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগায় বাতিল হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনায় ২৬২ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সকালে যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। বোর্ডিং ব্রিজে যাত্রী ওঠানোর পর ২৬২ জন যাত্রী উড়োজাহাজে ওঠেন। পরে বোর্ডিং ব্রিজ সরানোর সময় উড়োজাহাজের ইঞ্জিন কাভারের সঙ্গে ধাক্কা লাগায় বিমান ক্ষতিগ্রস্ত হয়।

এর প্রাথমিক কারণে ফ্লাইট বাতিল করা হয়। পরে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করা হয় এবং ঢাকা থেকে আগত বিজি-২০১ ফ্লাইটে তাদের স্থানান্তর করা হয়। বিকেল ৪টা ২০ মিনিটে এই ফ্লাইটটি সিলেট ছাড়ে এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, “বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের মালপত্র নামিয়ে বিকল্প ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়েছে। বাতিল ফ্লাইটটি বিকেল ৪টা ২৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, যেখানে প্রকৌশলীরা এর অবস্থা পর্যবেক্ষণ করবেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×