নারায়ণগঞ্জে আগামী দুই দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ


নারায়ণগঞ্জে আগামী দুই দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার রাত থেকে শুরু হচ্ছে টানা দুই দিনের গ্যাস সরবরাহ বন্ধ। সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও মডিফিকেশন কাজের কারণে এই বন্ধ ঘোষণা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, হরিপুর ভাল্ভ স্টেশনের মডিফিকেশন এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কার্যক্রমের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট এবং ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার ও শ্যামপুর (বিসিক এলাকা) অঞ্চলে গ্যাস সরবরাহ থাকবে না।

এছাড়া শীতলক্ষা নদীর পশ্চিম তীরবর্তী সমগ্র নারায়ণগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকই এই সময় গ্যাসবিহীন থাকবেন বলে জানিয়েছে তিতাস গ্যাস।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×