‘আগে যারা হেলমেট পরে আঘাত করত, তারাই এখন টুপি পরে হামলা চালায়’


‘আগে যারা হেলমেট পরে আঘাত করত, তারাই এখন টুপি পরে হামলা চালায়’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা অভিযোগ করেছেন, যারা একসময় হেলমেট পরে হামলা চালাত, এখন তারাই টুপি পরে বিএনপির কর্মসূচিতে আক্রমণ করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার দন্তসার দিঘীরপাড়ে আলকরা ইউনিয়ন যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের বেশে আমাদের বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে হেলমেট পরে আঘাত করেছে। এখনই তারাই টুপি পরে আবারও আমাদের সম্মেলনে নেতাকর্মীদের ওপর হামলা করে। বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, সেই ষড়যন্ত্র করে তারা।”

তিনি আরও বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। চৌদ্দগ্রামে হাজার হাজার জিয়ার সৈনিক তৈরি হয়েছে, কতজনকে আঘাত করবেন? আপনারা আওয়ামী লীগের সঙ্গে ব্যালেন্স রাজনীতি করে ব্যবসা করেছেন। আমরা ব্যালেন্স রাজনীতি করিনি।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে কামরুল হুদা বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনা মূল্যে শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রথম চালু করেছেন।”

তিনি আরও যোগ করেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গার্মেন্টস, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের প্রসার ঘটান। বেকারত্ব দূরীকরণে বিদেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছিলেন।”

আলকরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এন এ পাটোয়ারী রবিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আ. ন. ম সলিমুল্লাহ টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন খান ও উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×