চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:০৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জেলা পুলিশ দুইজনকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা থেকে হাইদগাঁও বিওসি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। এদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কাসেম বক্করের অনুসারী। সম্প্রতি তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (ডিবি ও শিল্পাঞ্চল) জানান, গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে পালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি টিম তাদের মোটরসাইকেল আটক করে এবং অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।